Spoken English & Free Hand writing Lecture 5
৪ টি রুলস শিখুন সহস্র বাক্য বানান।
Special lecture for spoken English.
Rules-9
How about কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.
Example:
>একটু গরম গরম চা খেলে কেমন হয়?
How about having some hot tea?
[চিবিয়ে খাওয়া,পান করা,ঢক ঢক করে খাওয়া নিয়ে আলাদা পোস্ট দিবো]
> পরীক্ষার পরে ঘুরতে গেলে কেমন হয়?
How about going to visit after exam?
>একটু স্পোকেন ইংরেজি শিখলে কেমন হয়?
How about learning a little bit spoken English?
>গ্রাফিক্স ডিজাইন শিখলে কেমন হয়?
How about learning Graphics Design?
>এই শীতের দিনে গরম গরম বিরিয়ানি খেলে কেমন হয়?
how about having Biriyani in this
winter day?
>গাড়ি চালানো শিখলে কেমন হয়?
How about learning car driving?

Rules-10:
সাব্জেক্ট কে কোন কিছু করতে হয় এরকম বোঝালে
Structure : Subject + am/is/are+to+ verb এর base form+ ext.
>নাহিদ ভাইয়াকে প্রতিদিন পোস্ট লিখতে হয়।
Nahid Vaya is to write post daily.
>আমাকে ইঞ্জেকশন নিতে হয়।
I am to take injection.
>আমাকে খেতে হয়।
I am to have.
>আমাকে পড়তে হয়।
I am to read.
>আমাকে কাজ করতে হয়।
I am to work.
>আমাকে যেতে হয়
I am to go
>আমাকে গোপালগঞ্জে ট্রেইনে যেতে হয়।
I am to go by train in Gopalgonj.
>আমাকে বই লিখতে হয়।
I am to write book
Rule -11:
Had better (বরং ভালো)
structure: Subject + had better+ verb এর base form + ext.
>আমরা বরং খেলতে যাই।
We had better go for play.
[Preposition +verb (ing) হয় তাই for playing মাথায় আসা অস্বাভাবিক নয় কিন্তু play শব্দটি noun+ verb দুটো হিসেবেই ব্যবহার করা যাই তাই শুধু play দিলে সমস্যা নয়]
verb >I play cricket. আমি ক্রিকেটে খেলি।
Noun>Play is a good habit.খেলাধুলা ভালো অভ্যাস।
>আমার বরং আজই যাওয়া উচিত
I had better go in this day / today.
>আমার বরং শার্টটি কেনা উচিত।
I had better buy the shirt.
>আমার বরং খাওয়া উচিত।
I had better eat
Rule 12:
Having a hard time – কঠিন মনে হওয়া।
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.
>জিএফ এর সাথে সময় কাটাতে কঠিন মনে হচ্ছে।
I am having a hard time spending with my gf.
[জিএফ আরো আছেনি!কঠিন মনে হবে কেন?]
>সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন মনে হইতেছে।
I am having a hard time finding the right decision.
>পোস্ট গুলো প্রতিদিন লেখা আমার জন্য কঠিন মনে হইতেছে।
I am having a hard time writing the posts daily.
তারপর বলেন এত টাইম ধরে যে পোস্ট লিখছি উপকৃত হচ্ছেন তো?
কস্ট করে কমেন্টে জানাবেন।
আমাদের Spoken English & Free Hand Writing সিরজের সবগুলো Lesson পাবেন এখানে
আমাদের বইগুলো কিনতে ক্লিক করুন এখানে।
Youtube Channel – Nahid24
Facebook page –Nahid24 Publications
অনেক উপকৃত হচ্ছি। দয়া করে ,বাকি Rules গুলো পোস্ট করূন।
hmm,wait koro,,baki gulo o payec jabe
ভাই, having এর ব্যবহার (Sentence এ এখন বসে) ?
Vaiya awesome……. No comment,,, really darun,,,,thanks vaiya,,,,, ebar mone hoy kotha bolata shikhbo,,,,,doya kori apni vlo thaken and amader jonno ei vabe kaj kore jan
tomra pase thaklei aro kaj korte inspire hobo
ধন্যবাদ! গোছালোভাবে উপস্হাপন!
welcome