Spoken English & Free Hand writing Part 2
কার না ইচ্ছে হয় যে এক্টু ভালোভাবে ইংরেজিতে কথা বলবে?
কিন্তু দিনশেষে কয়জনই বা পারে!
বাংলাদেশের জব মার্কেটে ইংরেজিতে দক্ষ হওয়া ছাড়া কখনোই ভালো জব Deserve(আকাঙ্কা) করবেন না।
RULE -7
[Feel like -ইচ্ছে করছে +verb+ing]
-I feel like playing
আমার খেলতে ইচ্ছে করছে
-I feel like writing
আমার লিখতে ইচ্ছে করছে
I feel like reading.
-আমার পড়তে ইচ্ছে করছে
(যদিই এই ইচ্ছে আমার নিজের ই করেনা)
I feel like eating
আমার খেতে ইচ্ছে করছে।

আজ্ঞে কথা হচ্ছে গিয়ে এই গঠন অনেক বইতেই দেয়া আছে & আপনারা অনেকেই হয়ত
এই রুলস সফলভাবে ব্যবহার করতে পারেন।কিন্তু বড় বাক্য বানাতে হয়তো পারেন না।
আমার খেতে ইচ্ছে করছে,পড়তে ইচ্ছে করছে এইগুলা এলেমেন্টারি লেভেল।
চলুন এটির সাথে আরো কিছু লাগানোর চেস্টা করি।
আমার খেলতে ইচ্ছে করছে.[Level 1]
I feel like playing.
আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে।Level -2
I feel like playing football.
তোমার সাথে ফুটবল খেলতে ইচ্ছে করছে -Level 3
I feel like playing football with you.
তোমার সাথে মাঠে ফুটবল খেলতে ইচ্ছে করছে। level 4
I feel like playing football with you at field.
[মাঠ-field, মাঠে at field ]
[গ্রাম village, গ্রামে at village ]
তোমার সাথে গ্রামের মাঠে ফুটবল খেলতে ইচ্ছে হচ্ছে।level 5
I feel like playing football with you in the filed of village.
[গ্রামের মাঠ নির্দিষ্ট করে বলায় the আনা হয়েছে]
[গ্রাম – village, গ্রামের of village ]
[মাঠ,field, মাঠের of field]
[এ বিভক্তে তে আসে at /in ]
[র/এর বিভক্তি তে আসে of ]
কাল ইন শা আল্লাহ ৩ টি রুলস দেবো আজ এক্টু ব্যস্ত।
কেমন হয়ছে জানাবেন?
আর হ্যা অবশ্যই নোট করবেন।
ম্যাজিক ১২০ রুলস =English basic highly strong.
আমাদের Spoken English & Free Hand Writing সিরজের সবগুলো Lesson পাবেন এখানে
আমাদের বইগুলো কিনতে ক্লিক করুন এখানে।
Youtube Channel – Nahid24
Facebook page –Nahid24 Publications
অনেক ভালো লেগেছে,ভাই।
thanks
share dio post ti
Interestin…..
thanks bro